• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ণ
বরিশালে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে আওয়ামী লীগের এক সাবেক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর গোরস্থান রোড কাছেমাবাদ খানকার সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত শাহরিয়ার সাচিব রাজিব (৪৭) গোরস্থান রোড কাছেমাবাদ খানকা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। রাজিব নগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী বলে জানা গেছে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি ধারালো দা নিয়ে রাজিবকে ধাওয়া করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে পালিয়ে গেছে। তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাজিবের দুই পা, হাত ও বুক কুপিয়ে জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।