• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় বিএনপির শীতবস্ত্র বিতরণ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪, ১৭:৫৬ অপরাহ্ণ
বগুড়ায় বিএনপির শীতবস্ত্র বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :::বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত বগুড়ার গাবতলী উপজেলায় নিম্ন আয়ের প্রায় ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গাবতলী পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উনচুরকি মাদ্রাসা ও কয়েকটি এতিমখানায় কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম।

অন্যানের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বিএনপি নেতা ছাবেদ আলী সরকার, মতিউর রহমান কামাল, সাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, নাছির উদ্দিন বুলবুল। পৌর এলাকায় ১০ হাজার কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ। গাবতলী উপজেলার বিভিন্ন এতিমখানাসহ অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

বিএনপি নেতা ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম জানান, ‘বগুড়ার গাবতলীর কৃতি সন্তান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে সবসময় কাজ করেন। তিনি ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’য় দেশের বাইরে থাকলেও জনগণের পাশে সব সময় রয়েছেন। তার নির্দেশেই অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে চলতি শীতে প্রায় ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।’