নিজস্ব প্রতিবেদক, বরিশাল ::: বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক প্লান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে আগামীকাল (১৮ ডিসেম্বর) বুধবার, সকাল ১১ টায় নগর ভবনের সামনে বরিশাল নাগরিক অধিকার আন্দোলন কমিটি মানববন্ধনের আয়োজন করেন।
তারা বলেন,বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন নগরবাসীগণ প্রায় দেড় বছর যাবত এক তলা থেকে ছয় তলা পর্যন্ত কিছু প্লান ব্যতিরেকে বহুতল ভবনসহ কোন প্লানের অনুমোদন পাচ্ছে না। ফলে হাজার হাজার নির্মাণ ইচ্ছুক জমির মালিক, নির্মাণ শ্রমিক,ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টগণ নানাবিধ ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
২০২০ সালে মেয়াদ উত্তীর্ন ও অকার্যকর মাস্টার প্লানের অযুহত দাড় করিয়ে LUC দেয়ার ক্ষেত্রে রেড জোন, শিল্পাঞ্চল জোন, কৃষি জোন ও ইকোপার্ক দেখিয়ে জনগণকে হয়রানী করা হচ্ছে। ইমারত নির্মাণ বিধিমালা-১৯৯৬ এর আওতায় প্লান অনুমোদনের কথা বললেও কর্তৃপক্ষ কেবল মাত্র রাস্তার ক্ষেত্রে উক্ত বিধিমালা অনুসরণ করে কিন্তু প্লান পাশের ফি সহ অন্যান্য বিষয়ে মনগড়া আইন বাস্তবায়ন করছেন।
এবিষয়গুলো সমাধান কল্পে বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন সকল নগরবাসীকে মানববন্ধনে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছে।
আয়োজনে: বরিশাল নাগরিক অধিকার আন্দোলন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১১৬