• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতার মামলা থেকে বেকসুর খালাস বিএনপি নেতা আলতাফ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ১৮:২৭ অপরাহ্ণ
নাশকতার মামলা থেকে বেকসুর খালাস বিএনপি নেতা আলতাফ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গুলশান থানার নাশকতার মামলায় কারাদণ্ডের রায় বাতিল করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১ ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেম এই আদেশ দেন বলে দণ্ডিতের আইনজীবী মো. বোরহান উদ্দিন নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাকে ২১ মাসের কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। এরপর আলতাফের পক্ষে খালাস চেয়ে আপিল করা হয়। আপিল শুনানি শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।

মামলার নথি থেকে জানা গেছে, আসামিরা ২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর বিএনপি’র নেতা-কর্মীরা অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

দুর্নীতির মামলা থেকে খালাস সাবেক মন্ত্রী আলতাফ হোসেনদুর্নীতির মামলা থেকে খালাস সাবেক মন্ত্রী আলতাফ হোসেন

২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ২০২২ সালের ২৫ এপ্রিল এ মামালায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চালাকালীন আদালত ১২ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।