মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাদক বহনের অপরাধে খায়রুল ইসলাম (৩০) নামে মাদকাসক্ত কে ছয় মাসের বিনাশ্রম কারা দণ্ডদন্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট। কারাদণ্ডাদেশ প্রাপ্ত খায়রুল ইসলাম পৌরসভার বহেরাতলা এলাকার রওন হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর)সন্ধ্যায় মঠবাড়ীয়া পৌরসভার বহেরাতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।
এসময়ে মাদকদ্রব্য বহনের অপরাধে গ্রেপ্তার হওয়া খাইরুল ইসলাম কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাকে পাঁচ শত টাকা করে অর্থদণ্ড এবং ০৬(ছয় মাসের) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্য,পিতামাতা মাদকাসক্ত ছেলের কারনে সব সময় অতিষ্ঠ ছিলেন।
মোবাইল কোর্ট এছাড়াও বে- আইনীভাবে গাছ কাটায় অপর একটি মামলায় এক ব্যক্তিকে এিশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম গণমাধ্যমকে জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত চলমান থাকবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১২১