• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাতেম আলী কলেজের প্রফেসর মাহমুদ হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪, ১৯:১১ অপরাহ্ণ
হাতেম আলী কলেজের প্রফেসর মাহমুদ হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব বার্তা পরিবেশকঃ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের আয়োজনের কলেজের শিক্ষক পরিষদের সম্মেলন কক্ষে ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মাহমুদ হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মকবুলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুন-অর-রসিদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান বিদায়ী প্রফেসর মোহাম্মদ মাহমুদ হোসেনকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়। এবং অনুষ্ঠানের শেষ শিক্ষক ও শিক্ষার্থীের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।