ভোলা প্রতিনিধি ::: আওয়ামী ফ্যাসিস্ট বিচারকদের অপসারণ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ভোলার জেলার জজকোর্ট অবরোধ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (২০ অক্টোবর) সকালে ভোলা ইলিশা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জজকোর্টের সামনে শেষ গিয়ে হয়। পরে তারা সড়ক অবরোধ করে আওয়ামী ফ্যাসিস্ট বিচারকদের অপসারণ ও জুলাই গণহত্যার বিচারের দাবি জানায়।
এ সময় বক্তার বলেন, ফ্যাসিবাদী, মুজিববাদী, ফ্যাসিস্টদের যারা সহযোগিতা করছেন যে সকল বিচারপতি, আইনজীবী ফ্যাস্টিটদের হয়ে কাজ করছে কোর্ট থেকে তাদেরকে অবশ্যই অপসারণ করতে হবে। তারা ফ্যাসিবাদী যোগ্যতায় বিচারক হয়েছেন।
তারা আরও বলেন, অনেক শহিদের রক্তে দেশ আজকে স্বাধীন হয়েছে। এখন শহিদের রক্তের সঙ্গে, আহতদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। গত ১৬ বছরে আওয়ামী লীগ এদেশের আইনের শাসনকে মুছে দিয়েছে। তাদের উচিত ছিল আইন শাসন প্রতিষ্ঠা করা।
এখন আমাদের একটাই দাবি ফ্যাসিবাদী, স্বৈরচারদের অবশ্যই অপসারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত অপসারণ করা হবে না ততক্ষণ এ অবস্থান কর্মসূচি চলবে। এখন থেকে আওয়ামী লীগের দোসর বিচারক, আইনজীবীরা কোর্টে আসতে পারবে না বলে জানান। পরে তাদা জেলা দায়রা জজ এর কাছে স্বারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার সমন্বয়ক মাছুম মিয়াজি, ভোলা কলেজ শাখা সমন্বয়ক আব্দুর রহিমসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৩৮