• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে আসছে ক্রিকেটের নতুন চমক

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪, ২১:৪৪ অপরাহ্ণ
বরিশালে আসছে ক্রিকেটের নতুন চমক
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত সংবাদ ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে ঝিমিয়ে পরা বরিশাল বিভাগীয় ক্রিকেটকে জাগ্রত করতে Slush Panda , Fortune Barishal , Tanvir69 এর উদ্যেগ ও সহযোগিতায়, বরিশাল বিভাগের সম্ভাবনা ময় এক ঝাক তরুন ক্রিকেটারদের আয়োজনে বরিশাল ইয়োথ ক্রিকেটার ৮ দলীয় ওডিআই সিরিজের আয়োজন উপলক্ষ্যে গত ১১ই অক্টোবর ২০২৪ইং তারিখ সন্ধ্যা ৭.৩০ মিনিটে বরিশাল ক্লাবে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ট্রফি ও র্জাসি উন্মোচন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৈয়দ রাবিউল হাসান শুকুর, ম্যানেজিং ডিরেক্টর ,স্লাশ পান্ডা। আসাদুজ্জামান খসরু, সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিরেক্টর। ফরচুন বরিশালের পক্ষ থেকে আমিনুল হক মাসুম, বরিশাল জেলা ক্রিকেট টিম ম্যানেজার। এছাড়া আরো ছিল বরিশাল বিভাগের অসংখ্য সাবেক ও বর্তমান কোচ ক্রিকেটার আম্পায়ার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ গন।

অনুষ্ঠান শেষে, সংবাদমাধ্যমকে সৈয়দ রাবিউল হাসান শুকুর অতি দুঃখের সাথে যানান যে বরিশালের বিভাগীয় ক্রিকেটের অবনতির জন্য আমরা বরিশাল বাসিরাই দায়ী। আমাদের বরিশালে তেমন উল্লেখযোগ্য খেলা নাই, খেলার মাঠ ও পরিবেশ নাই, বাংলাদেশের অন্যান্য বিভাগের থেকে আমাদের বরিশাল বিভাগ ক্রিকেটের দিক থেকে অনেক পিছিয়ে, আর এই পিছিয়ে পড়া বরিশাল ক্রিকেটকে কিভাবে আলোকিত করা যায়, বরিশাল বিভাগের খেলোয়াড়দের টুর্নামেন্ট বা বিভিন্ন সিরিজের মাধ্যমে উজ্জীবিত রাখা যায়, এবং বরিশাল বিভাগ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করার জন্য কোয়ালিটি সম্পূর্ণ খেলোয়াড় তৈরি করা যায় সেই লক্ষ্যে সব সময় পাশে থাকবে, ( Slush Panda )

সংবাদমাধ্যমকে বরিশাল ইয়োথ ক্রিকেটারদের পক্ষ থেকে ক্রিকেটার সানজিল আকন জানান, আমাদের বরিশাল বিভাগে অনেক মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা সারা বছর শুধু প্র্যাকটিসি করে যাচ্ছে কিন্তু তাদের এই প্রতিভা অ্যাপ্লাই করার জন্য বা প্রমাণ করার জন্য উপযুক্ত কোন প্ল্যাটফর্ম বা কমপেটেটিভ খেলা বরিশাল বিভাগে হয়না বললেই চলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত, বয়স ভিত্তিক খেলার পর অনেক খেলোয়াড়রাই কোন প্রতিযোগিতা মূলক খেলা না থাকার কারনে জীবনের তাগিদে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে যায় আর এভাবেই বরিশাল বিভাগ থেকে হারিয়ে গেছে অনেক সম্ভাবনাময় খেলোয়াড়। আর এর জন্য আমরা বরিশালের ইয়োথ ক্রিকেটাররা স্লাশ পান্ডা,ফরচুন বরিশাল, তানভীর ৬৯ এর সহোযোগিতায় বরিশাল ইয়োথ ক্রিকেটার ৮দলীয় সিরিজের আয়োজন করেছি।

বিশেষ করে স্লাশ পান্ডার ম্যানেজিং ডিরেক্টর, জনাব সৈয়দ রাবিউল হাসান শুকুর আঙ্কেলকে ধন্যবাদ জানাই আমাদের স্নেহ ও আস্থার সহিত সার্বিক ভাবে অনুপ্রেরণা ও সহযোগিতা করার জন্য, এবং ভবিষ্যতেও তিনি আমাদেরকে সাথে নিয়ে বরিশাল বিভাগের ক্রিকেটকে কীভাবে আলোর সঞ্চালন করানো যায় সেই লক্ষ্যে কাজ করবেন এই বলে আমাদের আশ্বস্ত করেন