শহীদুল্লাহ সুমন/ রাহাত রাব্বি ::: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা টেস্টের নমুনা সংগ্রহের তথ্য তালিকায় মুজিব শতবর্ষের লোগো ব্যবহার করা হয়েছে। ওই লোগো সম্বলিত তালিকা ব্যবহার অনিচ্ছাকৃত ভুল ছিল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। এদিকে বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ওই সকল কাগজ পুড়িয়ে ফেলা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
সবশেষ ৩০ জুন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের করোনা (কোভিড-১৯) নমুনা সংগ্রহের তথ্য তালিকায় মুজিব শতবর্ষের লোগো ব্যবহার করা হয়। বিষয়টি হাসপাতাল পরিচালকের নজরে আসলে বঙ্গবন্ধুর লোগো থাকায় সে তালিকাগুলোও পুড়িয়ে ফেলা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের করোনা (কোভিড-১৯) নমুনা সংগ্রহের তথ্য তালিকায় গুরুত্বপূর্ণ কাগজপত্রে এখনও বঙ্গবন্ধুর লোগো থাকায় ক্ষোভ প্রকাশ করছেন জুলাই আন্দোলনে সংশ্লিষ্ট বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী।
জানা যায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগে কিছু কট্টর আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মকর্তা বহাল থাকায় এমনটা ঘটেছে।
জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা শিক্ষার্থী সাকিব বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্য যখন দল মত নির্বিশেষে কাজ করছে তখনও পরাজিত শক্তি বিভিন্ন ভাবে সেটিকে প্রতীয়মান করে যাচ্ছে এটি তারই বহিঃপ্রকাশ। এই ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিকে সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের এক কর্মকর্তা বলেন- আসলে এটি একটি অনিচ্ছাকৃত ভুল হয়েছে। মুজিব শতবর্ষের লোগো সম্বলিত তালিকা ব্যবহার করা ঠিক হয়নি। পুরোনো কাগজে তালিকা করতে গিয়ে মুজিব শতবর্ষের লোগোটি রয়ে গেছে। সেগুলো পরিচালক মহোদয়ের নির্দেশে পুড়িয়ে ফেলেছি।
এবিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, মুজিব শতবর্ষের লোগো এই সময়ে এসে কোনোভাবেই ব্যবহারের কথা নয়। পুরোনো কাগজে তালিকা লিখতে গিয়ে অসর্কতাবশত মুজিব শতবর্ষের লোগোটি রয়ে গেছে। এটি নজরে আসা মাত্র কাগজগুলো পুড়িয়ে ফেলতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।
উল্লেখ্য, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করে। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে গৃহীত কর্মসূচি নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় মুজিব বর্ষের সময়কাল ৯ মাস বাড়িয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। পরবর্তীতে এই মেয়াদ আরো ৩ মাস বাড়িয়ে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত ঘোষণা করা হয়।
‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে জাতীয়ভাবে লোগো প্রকাশ এবং এই লোগো ব্যবহারের নির্দেশিকাও প্রকাশ জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। সেখানে এই নির্ধারিত সময় পর্যন্ত লোগো ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছিলো।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩১