“আলোকিত সংবাদ ডেস্ক” বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ ছগির হোসেনের নেতৃত্ব পাঁচ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে।
ডিবি পুলিশের এমন রাত্রিকালীন সাহসীকতা অভিযানিক টিমকে সাধুবাদ জানিয়েছে কেডিসি বালুর মাঠ কলোনির এলাকাবাসী।
শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ১১:টার সময় কেডিসি কলোনি থেকে আটক করা হয়।
ডিবি পুলিশ সুত্রে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএমপি পুলিশ কমিশনার দিকনির্দেশনায় (ডিবি) পুলিশের ইন্সপেক্টর মোঃ ছগির হোসেনের নেতৃত্বে,এসআই মোঃ রাকিব হোসাইন, এসআই মেহেদী হাসান, এএসআই মোঃ কবির হোসেন, কনস্টেবল আকিদুর রহমান, কনস্টেবল মোঃ সোহেল রানা, কনস্টেবল মোঃ সাইফুল ইসলাম, কনস্টেবল মোঃ মোজাম্মেলসহ একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কোতয়ালী মডেল থানাধীন ১০নং ওয়ার্ড কেডিসি বালুর মাঠ এলাকার বাসিন্দা সত্তারের ছেলে হোসেন বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। উক্ত অভিযান পরিচালনা করে ৪ কেজি পাঁচশো গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেন।
আটককৃত মাদক ব্যাবসায়ী হলেন, নগরের ১০ নং ওয়ার্ড কেডিসি বালুর মাঠ কলোনির বাসিন্দা আঃ সত্তারের ছেলে মোঃ হোসেন (২৫)।
আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৮২