• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশী করে (১২ মন) জাটকা জব্দ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জুন ২৬, ২০২৫, ২৩:৫৫ অপরাহ্ণ
বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশী করে (১২ মন) জাটকা জব্দ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশল:: বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষের নেতৃত্বে নৌ পুলিশের সহযোগিতায় বিপুল পরিমাণ জাটকা (ইলিশ) জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষের এমন সাহসিকতা অভিযানকে সাদুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (২৬জুন) রাত আনুমানিক সারে দশটায় বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকা থেকে এ-সব জাটকা ইলিশ জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহিপুর থেকে যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ জাটকা ইলিশ ঢাকা পাচার হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকা – বরিশাল মহাসড়ক সিএ্যানবি রোড বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় বাউফল ট্রেভেলস ও ইতালি এক্সপ্রেস পরিবহনে তল্লাশি করে ১২ মন জাটকা ইলিশ জব্দ করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা রক্ষা অভিযান চলমান রয়েছে। সেই অভিযানের ভিত্তিতে এ-সব বাস তল্লাশী করে জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

জব্দকৃত জাটকা ইলিশ মাছ বিভিন্ন এতিম খানা, মসজিদ, মাদ্রাসা, আশ্রয় প্রকল্প, বৃদ্ধাশ্রম ও গরীব অসহায় মানুষকে মাঝে বিতরণ করা হয়।