• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা উপলক্ষে পুলিশ কমিশনার নিষেধাজ্ঞা নির্দেশ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জুন ২৫, ২০২৫, ২০:১৩ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা উপলক্ষে পুলিশ কমিশনার নিষেধাজ্ঞা নির্দেশ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: সারাদেশের ন্যায় বরিশাল মহানগরীতে আগামী ২৬ জুন থেকে ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নগরীর ১২ টি কেন্দ্রে এইচএসসি, ৩টি কেন্দ্রে আলিম ও ৩ টি কেন্দ্রে এইচএসসি (বিএমটি/ ভোকেশনাল) পরীক্ষাসহ মোট ১৮ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা নির্বিঘœ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষার কেন্দ্র ও তার আশপাশ এলাকার ২০০ গজ পরিধির মধ্যে যেকোন ধরনের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার, ৫ (পাঁচ) বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, মিটিং, অসৎ উদ্দেশ্যে ইট-পাথর ইত্যাদি সংগ্রহ বা বহন, অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক দ্রবাদি বহনের উপর বরিশাল মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৩০, ৩১ ও ৩৪ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।