নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) গোয়েন্দা শাখার ডিবি পুলিশের এসআই মোঃ রাকিব হোসাইনের নেতৃত্বে,১৬২ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করতে সক্ষম হয়েছে।
ডিবি পুলিশের এমন সাহসীকতা অভিযানিক টিমকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
আজ বুধবার (২৫ জুন) রাতে চর আবদানী এলাকা থেকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই মোঃ রাকিব হোসাইন জানান, তার নেতৃত্বে, সঙ্গীয় ফোর্স এসআই মেহেদী হাসান, এএসআই মোঃ কবির হোসেন, কনস্টেবল আকিদুর রহমান, কনস্টেবল মোঃ সোহেল রানা, কনস্টেবল মোঃ সাইফুল ইসলাম, কনস্টেবল মোঃ মোজাম্মেলসহ একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডস্থ চর আবদানী এলাকার শাহ আলমের দুইতলা বাসার নিচতলার রুমের মধ্যে অভিযান পরিচালনা করে ১৬২ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করেন।
আটককৃতরা হলেন মোঃ সাকিব হাওলাদার (২৫), পিতা- মন্টু হাওলাদার, মাতা- সাহিদা বেগম, সাং- বিসিক, ০১নং পোল, বিসিসি ০১নং ওয়ার্ড,২ মোঃ সজল গাজী (৩৬), পিতা কামরুল গাজী, মাতা- কমলা বেগম, সাং- বিসিক, ০১নং পোল, বিসিসি ০১নং ওয়ার্ড, ৩) মোঃ সোহাগ হাওরাদার (৩৮), পিতা- মৃত মাজেদ হাওলাদার, মাতা- মৃত নাজমা বেগম, সাং- বেলতলা খেয়াঘাট, আমানতগঞ্জ, ৬নং ওয়ার্ড, চরবাড়িয়া ইউপি, ৪) তপন হাওলাদার (৩৫), পিতা- ছত্তার হাওলাদার, মাতা- তাছলিমা বেগম, সাং- সাপানিয়া, ৪নং ওয়ার্ড, চরবাড়িয়া ইউপি, ৫) মোঃ সাকিব দিদার (২২), পিতা- আশরাফ আলী, মাতা- মুকুল বেগম, সাং- কাগাশুরা, ৩নং ওয়ার্ড, চরবাড়িয়া ইউপি,
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কাউনিয়া থানায় সোপর্দ করে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৪০