• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কারাগারে

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১৭:২০ অপরাহ্ণ
বরিশালের সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কারাগারে
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত সংবাদ ডেস্ক :: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল ৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, তাকে ঢাকায় বারিধারার নিজ বাসভবন থেকে রোববার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন। এরপর সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় আনা হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, ভোরে ঢাকা থেকে তাকে বরিশাল নিয়ে আসা হয়েছে। বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ অভিযোগে জাহিদ ফারুক শামীমকে প্রধান আসামি করে গত ২৩ আগস্ট কোতয়ালী মডেল থানায় মামলা করে বিএনপি। মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০০-৭০০ জনকে। এই মামলায় জাহিদ ফারুককে গ্রেফতার দেখানো হয়েছে।