অনলাইন ডেস্ক ::: বিমানবন্দর থানা এলাকায় মামুন-নাসিরের সন্ত্রাস ও চাঁদাবাজিতে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষ শিরোনামে প্রকাশিত সংবাদের ভিন্নমত। আমি মোঃ মামুন এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা এলাকার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী।
গত বুধবার বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সংবাদ সকাল, আমাদের বরিশাল ও টাইমসঅফবরিশাল অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে একটা মানহানিকর সংবাদ প্রকাশ করিয়াছে। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বলেন, গড়িয়ারপার মেডিসিন ব্যবসায়ী জামাল ড্রাইভার রাসেল এবং গ্রীল মিস্ত্রি লোকমানের সামনে ৪০৭ খোলা ট্রাক মেরামত করার জন্য গ্যারেজ মিস্ত্রি দিমনের সাথে ১ লাখ টাকায় কন্টাক্ট করি এবং কাজ যদি ভাল ভাবে করে আমার পছন্দ হয় আরও ৫০০০/-(পাঁচ হাজার) টাকা বকশিস দেওয়া হবে। আর কাজের ধরন হবে শোরুম কন্ডিশন ১৯-২০ হবে কিন্তু ১৮-২০ হতে পারবেনা।

আমি শুধু ইঞ্জিন ওয়ারিং আর চাকা দেব। তাছাড়া কেবিনের ডেন্ট পেইন্ট বডির যাবতীয় গদি সহ সকল কাজ কন্টাক্ট এর মধ্যে এবং কাজের মেয়াদ আমের সিজনের আগে দিতে হবে, গাড়ী আম এর ট্রিপে চলবে।
এই কথায় দিমনকে গাড়ীর কাজ দেই এবং কাজ দেয়ার সময় বলছি যে গাড়ী ডেলিভারি নেওয়ার সময় এক টাকাও বাকি রাখব না। উভয়ের সম্মতিতে কাজ ফাইনাল করি এবং ২০০০০/=(বিশ হাজার) টাকা এডভান্স করি এবং দ্রুত গাড়ির কাজ করতে বলি।

এর কিছু দিন পর দেখি গাড়ীর কাজের কোন অগ্রগতি নেই। পরে জামালকে আমি বলি টাকা দিছি কিন্তু গাড়ির কাজ ধরেনা কেন। তখন জামাল গ্যারেজে মিস্ত্রী দিমনকে জিজ্ঞেস করলে দিমন বলে মালামাল কিনছি আর কিছু টাকা লাগবে আমি বলছি টাকা দেব কাজ দেখে এর টাকা দেব না। তখন দিমন বলছে জামালের কাছে আর বিশ হাজার টাকা দিলে রং এ হাত দেয়ার আগে আর টাকা লাগবে না। তারপর আমি বিশ হাজার টাকা দেই এবং বলি যে তুমি গাড়ীর সব কাজ শেষ করে যখন কেবিনের রং শুরু করবা তখন তুমি টাকা পাবা মিস্ত্রী দিমন বলছে ভাই ঠিক আছে। কিন্তু মিস্ত্রী দিমন কেবিনের শুধু পাদানি আর পিছনের বডির কাজ করে আবার টাকা চায় আমি বলছি ভাই রং এর আগে তোমাকে টাকা দিতে পারব না। এর কয়েকদিন পর হঠাৎ দেখি মিস্ত্রী দিমন গ্যারেজের বাহিরে বালুর ভিতরে গাড়ি ফেলে রাখছে এটা দেখে আমি এবং আমার ভাইর মেজাজ খারাপ হয়েছে এবং ওকে জিজ্ঞেস করলে ও উলটা পালটা উত্তর দেয় তাই আমার ভাইয়ের সাথে কথার কাটাকাটি হয়েছে।
এবিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মামুন ও নাসিরের বিরুদ্ধে একটি গাড়ি সারানোর নিয়ে কথা কাটাকাটি হয়েছে এধরণের একটি অভিযোগ পাওয়া গেছে তবে চাঁদাবাজির বিষয় কোনো অভিযোগ করেনি।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৪০৬