নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এয়ারপোর্ট থানায় কর্মরত সৈয়দ আবু হানিফকে ফুলসজ্জিত গাড়িবহর ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে দীর্ঘ ৩৯ বছর ৬ মাস কর্মজীবন শেষ করে অবসরে যান তিনি।
আজ বুধবার (১৮ জুন) বিকালে অন্যরকম এক আয়োজনের মাধ্যমে তাকে বিদায় জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদারসহ থানা পুলিশের কর্মকর্তা-সদস্যরা।
বিদায়ের আগে থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে পুলিশ সদস্য আবু হানিফ এর গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। এ সময় তার হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন থানা পুলিশের সদস্যরা।
শেষ মুহূর্তে ফুল দিয়ে সজ্জিত থানা পুলিশের গাড়িবহরের মাধ্যমে তাকে তারগ্রামের বাড়ি একই থানার মাধবপাশা পাংশা গ্রামে পৌঁছে দেওয়া হয়। বিদায়বেলায় এমন সম্মাননায় অশ্রুসিক্ত হয়ে পড়েন হানিফ।
কনস্টেবল সৈয়দ আবু হানিফের বাড়ি বরিশাল বিমানবন্দর থানার মাধবপুর ইউনিয়নের পাংশা এলাকায়। তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। এর মধ্যে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে চাকরি করেছেন। দীর্ঘ প্রায় ৪০ বছরের চাকরি জীবন শেষে এয়ারপোর্ট থানা থেকে তিনি অবসর গ্রহণ করেন।
কনস্টেবল সৈয়দ আবু হানিফ বলেন, আমার সর্বস্ব দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর সম্মান অক্ষুণ্ণ রেখে জনসাধারণের সেবা করেছি। অবসরকালে কর্মস্থল এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন স্যার ও সব সহকর্মীরা সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আমাকে বিদায় দিয়েছেন। এতে গর্ববোধ করছি।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, বিএমপি পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম স্যারের দিক নির্দেশনায় কর্মরত পুলিশ সদস্যদের বিদায় ও বদলি দেওয়ার জন্য নির্দেশনা দেয় এবং আমরা একসঙ্গে থাকার স্মৃতিকে অন্তরে লালন করে একজন পুলিশ সদস্যকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিদায় দিতে পেরেছি। পুলিশের প্রত্যেক সদস্যকে অবসরকালে এভাবেই বিদায় দেওয়া উচিত।
সংবাদটি পঠিত হয়েছেঃ ২৩৫