গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি::: বিএনপির অফিসে হামলায় জড়িত কেউ গণঅধিকার পরিষদে থাকলে তাকে দল থেকে বহিষ্কার করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
সোমবার (১৬ জুন) দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের বটতলা বাজারে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। অবরুদ্ধ হওয়ার তিন দিন পর একই স্থানে এসে এই পথসভা করেন নুর। সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে সামনাসামনি প্রশ্ন করেন। এই কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে শোনা যায়, গণঅধিকার পরিষদ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বের করে দেওয়ার জন্য জোর দাবি জানায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে নুর ও বকুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের মধ্যে বাহাস হয়।
ভিডিওতে নুরকে উদ্দেশ করে কবিরকে বলতে শোনা যায়, আপনারা এখানে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন আমরাও মানি, আমরাও দেখেছি। কিন্তু আপনাদের এখানে যারা নেতৃত্ব দেয় তাদের মধ্যে বেশ ত্রুটি আছে। তারা ছাত্রলীগ-যুবলীগ হয়ে ২০২৩ সালে আমাদের বিএনপির অফিস ভেঙেছে। এখন তারা আপনার দলে যোগ দিয়েছে।
এ কথার প্রেক্ষিতে নুর বলেন, বিএনপির অফিস ভাঙার লোক যদি আমাদের দলে থাকে ভিডিও ছবি দেখে আমরা তাদেরকে বহিষ্কার করব এবং পুলিশের হাতে তুলে দেব।
জবাবে হুমায়ুন কবির বলেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আপনাদের নেতাদেরকে বলে দেবেন তারা যেন অন্য দলে নেতাদেরকে সম্মান দেয়। আপনি একটি দলের নেতা আপনার সম্মান আমাদের কাছে থাকবে।
ভিডিওতে নুরকে উদ্দেশ করে অন্য একজনকে বলতে শোনা যায়, আপনি বলেন আওয়ামী লীগের তালিকা আমরা দেব। জবাবে নুর বলেন, বিএনপির সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সারা দেশে নেতাকর্মীদেরকে আমাদের এই নির্দেশনা দেওয়া আছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৬৯