নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত ২টি ড্রেজার, ১টি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করেছে কোস্টগার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কর্তৃক মতলব উত্তরে বেলতলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার, ১টি বাল্কহেড সহ ১৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটককৃতদের বেলতলি নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৭১