• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালসহ সব বিভাগেই বৃষ্টির আভাস

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪, ২৩:৩৯ অপরাহ্ণ
বরিশালসহ সব বিভাগেই বৃষ্টির আভাস
সংবাদটি শেয়ার করুন....

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চলগুলোতে। গতকালও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে দেশের সব বিভাগেই দমকা হওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশ থেকে বিদায় নিতে পারে।