• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করছেন ইউএনও ফারুক

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ১৫:৪৬ অপরাহ্ণ
বাবুগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করছেন ইউএনও ফারুক
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের বাবুগঞ্জে নানান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫’এর বর্ণিল উদ্বোধন করা হয়েছে। ‘শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী বিভিন্ন বর্ণিল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।

উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত এবং বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক আরিফ আহমেদ মুন্না। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আরেক বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

আলোচনা সভায় শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মুয়াজ আলী। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কবির উদ্দিন হাওলাদার, শিশু একাডেমির প্রধান প্রশিক্ষক ফাতেমা লিওনি প্রমুখসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিশু একাডেমির শিশুশিল্পী, শিশু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সেই আগামীর ভবিষ্যতকে সুরক্ষিত রাখতে আমাদের সকলকে সচেতন হতে হবে। শিশুর মানসিক বিকাশের জন্য পরিবার এবং সমাজে শিশুর জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। শিশুর সামনে এমন কিছু করা বা এমন কিছু বলা থেকে বিরত থাকতে হবে, যা পরবর্তীতে তার মানসিক বিকাশকে বাঁধাগ্রস্ত করতে পারে। শিশু তার পরিবার এবং চারপাশের পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করে। তাই শিশুর জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং শিশুর অধিকার রক্ষায় সবাইকে ভূমিকা রাখতে হবে।’