জানো মা? তোমার খোকা আজ সব পারে! বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্য তানজিল আহম্মেদ
আলোকিত সংবাদ ডেস্ক ::তোমার যে খোকাটি ভয়ে রাতে ঘর থেকে বাইরে যাওয়ার সাহস পেতো না,সে আজ গভীর রাতে জনশূন্য খোলা আকাশের নিচে একা একা দাঁড়িয়ে থাকতে পারে। যে নিজেই ভয়ে থর থর করে কাঁপাকাঁপি করতো।
সে আজ একটা অস্ত্র আর ১০০রাউন্ড গুলি সাথে নিয়ে আরও দশ জনকে নিরাপদে ঘুমাতে সাহায্য করে। যে ছেলেটি রাত ১০ টার পর জেগে থাকতে পারতো না,সে এখন অনেক রাত নির্ঘূম কাটিয়ে দিতে পারে। তোমার যে খোকাটির চেঁচামেচি দেখে তুমি অনেক সময় রেগে যেতে,সে এখন সারা দিনে দশটি কথাও বলে না।
যে খোকাটি একটা মিনিট তোমাকে বাড়িতে না পেলে বাড়িটা মাথায় তুলতো ,সে আজ কত দিন তোমার থেকে দূরে মা!যে ছেলেটিকে তুমি একটা কাজ দিলে সে করতো না,আজ সে সারাদিনে অনেক কাজ করতে পারে।যে ছেলেটি সুঁইয়ের আঘাতকে ভয় পেতো,সে আজ কামানের গোলাকেও ভয় করে না।একটি কথার আঘাতে যে কেঁদে ফেলতো,সে আজ কলিজাতে হাজারো কোটি আঘাত সয়তে পারে।
যে ছেলে সাপ দেখলে ভয় পেত,সে ছেলে অপারেশন জঙ্গলে গিয়ে সাপ এর সাথে শুয়ে থাকে।আজ তোমার খোকা নিজের জীবনটা দেশের জন্য বিলিয়ে দিয়ে দিলো।সব কিছুর মূলে তোমার খোকার প্রাপ্য কী জানো? তুমি মানুষের মাঝে গর্ব করে বলতে পারো- তোমার ছেলে গর্বিত বাহিনীর এক নির্ভীক বাংলাদেশ পুলিশ সদস্য!
বিএমপি, মিডিয়া সেল: কর্মরত সাব ইন্সপেক্টর মো.তানজিল আহম্মেদ।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮৪