আলোকিত সংবাদ ডেস্ক :: বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশের অভিযানে ১৯ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ সোমবার (৭ অক্টোবর) দুপুর এক টার সময় নথুল্লাবাদ ফিশারী রোড এলাকায় থেকে আটক করা হয়।
এয়ারপোর্ট থানার সাব ইন্সপেক্টর মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, এসআই পিন্টু পাল, এএসআই আউয়াল, এএসআই মহসিন সবুজ বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এয়ারপোর্ট থানাধীন ২৮ নং ওয়ার্ড ফিশারী রোডের মুখে মাদক বিক্রি করার উদ্দেশ্য অবস্থান করছে।
এমন তথ্য সূত্রে অভিযান পরিচালনা করে এক যুবককে সন্দেহ জনক জিজ্ঞেস করলে কোনো স্বদ উত্তর দিয়ে পারেন নি। বিষয়টি সন্দেহ হলে ঐ যুবকের দেহ তল্লাশী করে ১৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
অভিযুক্ত মাদক কারবারি হলো মোঃ শরিফুল ইসলাম দিপু (৩৬), পিতা শুক্কুর আলী, মাতা- চায়না খাতুন, সাং- সদরপাড়া, সিমান্ত ইউপি,৩ নং ওয়ার্ড,থানা- জীবননগর,জেলা- চুয়াডাংগা’র
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৪০