• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে পুকুর থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ
নগরীতে পুকুর থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সংবাদটি শেয়ার করুন....

নগরীতে পুকুর থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আলোকিত সংবাদ ডেস্ক :: নগরীর আমতলার মোড় খান বাড়ি সড়ক এলাকার একটি পুকুর থেকে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।

আজ সোমবার (৭অক্টোবর)সকালে ১৪নং ওয়ার্ডস্থ কালু খান বাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

কোতয়ালী মডেল থানার এস আই মোঃ আহসান বলেন, স্থানীয় ভাবে বিষয় থানায় জানালে আমরা পুকুর থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার করেছি। কিন্তু স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন নিহত যুবকের মাথায় সমস্যা আছে।

নিতহ যুবক রুপাতলী সোনারগাঁও টেক্সটাইল এলাকার বাসিন্দা হারুন সিকদারের ছেলে ও খান বাড়ি সড়ক কালুখান বাড়ীর নজরুলের ভাড়াটিয়া জাকির হোসেন (৪৫)।

এবিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে, লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়েছে। এখন পযন্ত কেউ অভিযোগ বা মামলা দায়ের করে নায়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।