• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় কালা মাহবুবকে গ্রেপ্তার

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪, ২২:১৩ অপরাহ্ণ
সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় কালা মাহবুবকে গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:  ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় বাকেরগঞ্জের বোয়ালিয়া এলাকার মাহবুব আলম মোল্লা ওরফে কালা মাহবুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৫ ই অক্টোবর শনিবার রাত আনুমানিক তিনটায় মাহবুব আলম মোল্লার বাসা থেকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
বাকেরগঞ্জ থানার এস আই মিজান জানান,মাহবুব আলম মোল্লা ও খবির হাওলাদার নামের দুইজনকে চাদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে,বর্তমানে তারা বরিশাল জেল হাজতে আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া বাজার এলাকার আব্দুল খালেক মোল্লার ছেলে মাহবুব আলম মোল্লা ওরফে কালা মাহবুব বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, মারামারি, জমি দখল সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।

বোয়ালিয়া এলাকার আসমত আলি হাওলাদার,জলিল মোল্লা,মিঠু মোল্লা সহ বেশ কয়েকজন অভিযোগ করেন মাহবুল মোল্লা জোর পূর্বক ক্ষমতা দেখিয়ে তাদের জমি দখল করে নেয়।

এতদিন ভয়ে মুখ বন্ধ রাখলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে একে একে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা।

মাহবুব মোল্লা ওরফে কালা মাহবুব গ্রেফতার হওয়ায় অনেকেই সস্তি ফিরে পেয়েছেন,সেই সাথে প্রশাসনের কাছে মাহবুব মোল্লার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন এলাকাবাসী।

।এমনকি কয়েকদিন আগে বাকেরগঞ্জের শ্যামপুর বাজার সংলগ্ন সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্দিরে হামলার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাহবুব আলম মোল্লার সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ্য থেকে কোন সুনিদৃষ্ট তথ্য পাওয়া যায়নি।

বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত মোস্তফা জানান,মাহবুব মোল্লা ও খবির হাওলাদার কে চাদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে, তবে মন্দিরে হামলার মামলায় অজ্ঞাত আসামী করা হয়ছে।

এখনো সেই মামলায় কেহ গ্রেফতার হয়নি কিংবা কারা জড়িত আছে বা মাহবুব মোল্লা জড়িত আছে কিনা সেটাও এখন পর্যন্ত বলা যাচ্ছেনা,তদন্ত চলছে বলে জানান ওসি মোস্তফা।