• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে মাদকসেবীকে ১৫দিনের কারাদন্ড

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১৯:৩০ অপরাহ্ণ
লালমোহনে মাদকসেবীকে ১৫দিনের কারাদন্ড
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার লালমোহন উপজেলায় মাদকাসক্ত ছেলের কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পুলিশে খবর দিয়েছেন ছয়ফুল বেগম নামে এক মা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গাইমারা এলাকায় এ ঘটনা ঘটে।

মাদকাসক্ত ওই ছেলের নাম মো. জহিরুল ইসলাম (২৪)। মায়ের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন এসআই মো. আসাদুজ্জামান খান সঙ্গীয় পুলিশ ফোর্স। এরপর তারা ঘটনাটি লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজকে জানান।

পুলিশের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন তিনিও। পরে তিনি ওই মাদকাসক্ত ছেলেকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ জানান, মাদক সেবন করে স্থানীয় জনশৃঙ্খলা বিঘিœত করছিল ওই যুবক। যার জন্য তার মা অতিষ্ঠ হয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ বিষয়টি আমাকে জানালে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছি।