• ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পুলিশ কমিশনারকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে চলছে আবাসিক হোটেল

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ণ
বরিশালে পুলিশ কমিশনারকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে চলছে আবাসিক হোটেল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীর আবাসিক হোটেলের নামে হরদমে ২৪ ঘন্টা চলছে মাদকদ্রব্য ও দেহ ব্যবসা।

বরিশাল মেট্রোপলিটন (বিএমপি)পুলিশ কমিশনার কাছে লিখিত অভিযোগ দিলেও মিলেনি আইনগত ব্যবস্থা।

অভিযোগ সূত্রে জানা যায়,নগরের হাজ্বী মোঃ মহসিন মার্কেটের সভাপতি ও সহসাধারণ সম্পাদকসহ বেশকিছু ব্যবসায়ী মিলে আবাসিক হোটেল গুলোতে দেহ ও মাদক সেবনের ঘটনা তুলে ধরে একটি লিখত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় ব্যবসায়ীরা সাধুবাদ জানিয়েছে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এস আই গোলাম মোঃ নাসিম উদ্দিনকে। তিনি স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ হিসাবে যোগদান করার পর থেকেই মাদক ব্যবসায়ী, আবাসিক হোটেল ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখতে দেখা গেছে। তবে সংশ্লিষ্ট থানা পুলিশের নিরব ভূমিকায় রয়েছে।

আবাসিক হোটেল গুলোতে পুলিশের অভিযান চালিয়ে বেশকিছু নারী- পুরুষ ও ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।

তবে এসব হোটেল মালিক রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। আর আটককৃত নারী-পুরুষকে ৭৭ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। আটককৃতরা কিছুক্ষণের মধ্যেই কোর্ট থেকে ফিরে আসেন আবাসিক হোটেল।

নাম প্রকাশের অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, সংশ্লিষ্ট থানায় পুরনো পুলিশ সদস্য ও কিছু নামধারী (কার্ড) সাংবাদিক ম্যানেজ করেই চলছে এসব আবাসিক হোটেল গুলো।

এবিষয় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এর মুঠোফোনে কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।