• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীর পলাশপুরে রিকশাচালক রমাজান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলন

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪, ১৯:৪৯ অপরাহ্ণ
নগরীর পলাশপুরে রিকশাচালক রমাজান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর পলাশপুরে রিকশাচালক রমাজান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। কর্মসূচির মধ্যে ছিল বিক্ষোভ ও সংবাদ সম্মেলন।

রোববার (৬ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ মিছিল করে প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নিহতের স্বজনরা জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পূর্ব পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যার পর রমাজানের পরিচয় গোপন করার জন্য তার মুখমণ্ডল ও শরীর অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়।

ঘটনা জানার পর এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চিহ্নিত মাদক বিক্রেতা মামুনকে আটক করলে সে দোষ স্বীকার করে। সে জানায় মামুনের ভাই সুমনও হত্যায় জড়িত।

এলাকাবাসী তাদের পুলিশে সোপর্দ করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মাইনুল ইসলাম, বিএনপি নেতা মাসুম, হানিফ হাওলাদারসহ নিহতের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা।