অনলাইন প্রতিবেদক :: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ার জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইতি আক্তার। এ ঘটনায় তার স্বামী বিল্লালকে (৩৫) আটক করেছে পুলিশ।
বিল্লাল পেশায় গাড়িচালক স্থানীয় সূত্র জানায়, ওই দম্পতি মিজমিজি এলাকার ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। ওই রাতেই চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের ঘরের সামনে যান। দরজা বন্ধ দেখে নক করলে বিলম্বে দরজা খোলা হয়।
পরে দেখা যায়, ইতি আক্তার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ‘পারিবারিক কলহের সূত্রপাত হয়েছিল ইতির পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে। একপর্যায়ে রুটি বানানোর বেলন দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন স্বামী বিল্লাল। এতে ঘটনাস্থলেই ইতির মৃত্যু হয়।
‘
ওসি আরো জানান, ‘ঘটনার পরপরই পুলিশ বিল্লালকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮৮