ঝালকাঠি প্রতিনিধি ::: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে চব্বিশের গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বললেন সম্প্রতি বিএনপির নানা সমালোচনা করে দল ছাড়ার ঘোষণা দেওয়া ড. ফয়জুল হক।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।
এদিন বক্তব্যের শুরুতেই ফয়জুল হক বলেন, ‘এই মঞ্চে আজকে উপস্থিত আছেন চব্বিশের আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড ডা. শফিকুর রহমান।’
এরপর তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশে সন্ত্রাসী, চাঁদাবাজ, পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না, হবে না।’
ফয়জুল হক বলেন, ‘২০১৩ সালে মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদি, কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদসহ যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের রক্তের নাজরানা দেওয়ার জন্য আজকে ঢাকার অলিতে-গলিতে মানুষ উপস্থিত হয়েছে।’
এর আগে গত ১২ জুলাই বিএনপির নানা সমালোচনা করে দল ছাড়ার ঘোষণা দেন মালয়েশিয়া বিএনপির সহ-সমাজকল্যাণ সম্পাদক দাবি করা ফয়জুল হক। সামাজিক মাধ্যমের পরিচিত এই মুখ বিএনপি ছাড়ার ঘোষণা দিলে বিস্মিত হন খোদ দলের নেতারাই।
এর কারণ অবশ্য বিএনপি নয়, বরং ফয়জুল হককে সবাই জামায়াত ঘেঁষা হিসেবেই চেনেন। সে কারণে শনিবার জামায়াতের পক্ষ থেকে আয়োজিত জাতীয় সমাবেশে আমন্ত্রণও পেয়েছেন তিনি। সেই তিনিই কিনা কয়েক দিন আগে দেন বিএনপি ছাড়ার ঘোষণা!
এ ঘটনার পর বিএনপির অনেক নেতাকর্মী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে ফয়জুল হকের ঘনিষ্ঠ ছবি পোস্ট করতে শুরু করেন ফেসবুকে। নিজ এলাকা ঝালকাঠি জেলা জামায়াতের পক্ষ থেকে আমিরকে ফুলেল শুভেচ্ছা জানানোর ছবিও ছড়িয়ে পড়ে। আবার চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সঙ্গেও তার ঘনিষ্ঠতার নানা প্রমাণ মেলে।
সে সময় ফয়জুল হকের নিজ এলাকা ঝালকাঠির বিএনপি নেতারা প্রশ্ন তুলে বলেন- দল থেকে পদত্যাগের কথা বললেও ফয়জুল হক যে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সেটা তারাই জানেন না। অনেকে আবার প্রশ্ন তোলেন, ফয়জুল হক বিএনপি ছিলেন কবে?
সংবাদটি পঠিত হয়েছেঃ ৭৫