নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেমন লুটপাট করেছে তেমনি গড়েছে বিদেশে অঢেল ধনসম্পত্তি করেছে অর্থ পাচার তাদেরই দোসরা ক্ষমতা হাতে পেয়ে মানুষের উপর চালিয়েছে বিভিন্ন রকমের নিপীড়ন মামলা হামলা ও অত্যাচার।
তারই দৃষ্টান্ত স্বরূপ বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর মজিবুর রহমান ওই ওয়ার্ডে তিনি তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মাদক কালোবাজারি সহ সব ধরনের ব্যবসা ছিল ওই ওয়ার্ডে আলামিন বাহিনীর হাতে এবং তারই ছত্রছায়ায় চাঁদাবাজি চুরি দখল বাণিজ্য এবং মাদক ব্যবসা সব কিছুরই গডফাদার ছিলেন মজিবুর রহমান।

এই কাউন্সিলারই ওই এলাকায় কয়েকটি সংগঠনে বিভক্ত করেছিলেন তার নেতাকর্মীদের
তারমধ্যে ই ওলামালীগের সভাপতি লুচ্চা ভন্ড লেবাস ধারি শয়তান আনসারী ও ছিলেন সক্রিয় অবস্থানে।
তবে অদৃশ্য কোন এক কারণে দলীয় মামলায় নাম ওঠেনি তার।
সেই আনসারী এখন আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর দের সহায়তা করে ১১ নং ওয়ার্ডে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে। (বিস্তারিত আসছে দ্বিতীয় পর্বে)
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৫৫