নিজস্ব প্রতিবেদক, বরিশাল :::বরিশালে রিকশাচালকদের মাঝে সাবেক ছাত্রদল নেতার রেইনকোট বিতরণ
বরিশালে রিকশাচালকদের মধ্যে রেইনকোট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মুসফিকুল হাসান মাসুম। শুক্রবার নথুল্লাবাদ এলাকায় এই রেইনকোট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় শের-ই বাংলা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক এসএম এজাজ হাসান।
বরিশাল জেলা বিএনপির সদস্য মুশফিকুল হাসান জানান, তার নেতা তারেক রহমানের নির্দেশনা রয়েছে, মানুষের সাথেপাশে থাকার। সেই নির্দেশনার আলোকেই রিকশাচালকদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।
ঈদের পরে আরও বড় পরিষরে বিতরণের প্রস্তুতি রয়েছে।’
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০৬