শেবাচিম হাসপাতালে বাচ্চা চুরি সন্দেহে এক কিশোরীকে পুলিশে দিলো জনতা
আলোকিত সংবাদ ডেস্ক :: শেবাচিম হাসপাতালে বাচ্চা চুরি করার সন্দেহে এক কিশোরীকে পুলিশে দিলো নবজাতকের বাবা ও রোগীর স্বজনরা।
গতকাল শুক্রবার (৪ অক্টোবর) রাতে শেবাচিম হাসপাতালের তৃতীয় তলা (শিশু ওয়ার্ডে) ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী রাহাত বলেন, আমি একমাস ধরে বরগুনার বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও কোন উন্নতি হয়নি।
এরপর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমার চার মাসের বাচ্চা রাফসানকে চিকিৎসা করাতে আছি।
কিন্তু গতকাল শুক্রবার রাতে আমার বাচ্চার পাশে বসে বিভিন্ন ধরনের কথা বার্তা বলে মেয়েটি, তখন জিজ্ঞেস করলে বলে আমার বাসা বিএম কলেজের সামনে, আপনার বাচ্চাটা দেখতে খুব ভালো লাগে, এভাবে বিভিন্ন ধরনের কথা বার্তা বলে বাচ্চা কোলে নিয়ে লিফটে করে যাওয়ার সময় সন্দেহের কারনে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে জনতা।
চোর সন্দেহে আটক কিশোরী কাউনিয়া থানাধীন ৪ নং ওয়ার্ড, মহাবাজ পোল এলাকার বাসিন্দা ফজলুল হাওলাদারকে মেয়ে সুমাইযা আক্তার মুসকান (১৩)।
এবিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সরকারি ৯৯৯ নাম্বারে কল পেয়ে পুলিশ সদস্যটা ঘটনা স্থান গিয়ে এক কিশোরীকে থানায় নিয়ে আসেন। কিন্তু এখন পযন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯২