• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীর কেডিসি বস্তির চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী আসমা যৌথ বাহিনীর অভিযানে আটক: ধরাছোঁয়ার বাইরে মূলহোতা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪, ২২:৩৪ অপরাহ্ণ
নগরীর কেডিসি বস্তির চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী আসমা যৌথ বাহিনীর অভিযানে আটক: ধরাছোঁয়ার বাইরে মূলহোতা
সংবাদটি শেয়ার করুন....

নগরীর কেডিসি বস্তির চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী আসমা যৌথ বাহিনীর অভিযানে আটক: ধরা ছোঁয়ার বাহিরে মূল হোতারা!

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে চালিয়ে ১ কেজি ২ গ্রাম গাজা, ৮০ পিস ইয়াবা ১ কেজি ৩০০ গ্রাম মাদক পাউডার এবং ২ টি মোবাইল সহ আসমা বেগম(৩৫) নামে এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার ( ৪ অক্টোবর) দুপুর ২ টার দিকে বরিশাল নগরীর কেডিসি বস্তি এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়েছে । পরবর্তীতে উক্ত মাদক ব্যবসায়ীকে বরিশাল কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

যৌথ অভিযান পরিচালনাকারী নেতৃত্ব দেন সেনাবাহিনীর বরিশাল মহানগরের দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ, র‍্যাব-৮ সদর দপ্তরের মেজর সোহেল ও কোতয়ালী মডেল থানার  টহল টিমের পুলিশ সদস্য।

সেনাবাহিনীর বরিশাল মহানগরের দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ বলেন , গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি বস্তি এলাকায় আসমা বেগম নামের একজন চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে এই কাজের সঙ্গে জড়িত রয়েছে।

এ ছাড়া তার ঘরে মাদক রয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করলে বিপুল সংখ্যক মাদক উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে তাকে আটক করে কোতয়ালী মডেল থানা হস্তান্তর করেন।

স্থানীয় জানান, দীর্ঘদিন ধরে কেডিসি বস্তিতে যুবসমাজকে ধ্বংস করতে, মরনশীল মাদকদ্রব্য, গাঁজা, ইয়াবা, আইস, ফেনসিডিল, মাদক পাউডারসহ বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বিক্রি করে আসছেন।

আমরা এদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না, যদিও বলি তাহলে আমাদের মাদক দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি বা রাজনৈতিক নেতাদের দিয়ে মারধর করেন।

আর এই কেডিসি বস্তিতে আসমা একাই মাদকদ্রব্য বিক্রি করে না। এদের সাথে রয়েছে, র‍্যাবের ক্রস ফায়ারে নিহত মালেকের স্ত্রী, নিলুফাবেগম, ফারুদা বেগম, রাজু, আয়নাল, শামীম, ফারিদা আক্তারসহ বেশ একটি চক্র।

এ বিষয়টি কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল সংখ্যক মাদক উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।