শিকারপুর ইউপির সাবেক সচিব মোঃ মিজানুরের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের উজিরপুর উপজেলার ৮নং শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পরিষদের মালামাল বুঝিয়ে না দেয়ায় বরিশাল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মোঃ ইকবাল আলম মজুমদার।
গত ১০ আগষ্ট এ অভিযোগটি দিলেও এখন পর্যন্ত টাকা পয়সার হিসাব ও পরিষদের মালামাল বুঝিয়ে দেয়নি মোঃ মিজানুর রহমান। তিনি বর্তমানে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন পরিষদের প্রশসিনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
অভিযোগ সূত্রে জানা যায়- ৮নং শিকারপুর ইউনিয়ন পরিষদ থেকে বদলিকৃত ইউপি সচিব মোঃ মিজানুর রহমান পরিষদের একটি ডেক্সটপ কম্পিউটার, একটি ল্যাপটপ ও দুইটি প্রিন্টার জন্ম নিবন্ধনের কাজ করার অজুহাতে তাহার বাসায় নিয়ে যায়। এছাড়াও পরিষদের একটি প্রজেক্টর ও একটি জেনারেটর মেরামতের কথা বলে বরিশালে নিয়ে যায় এবং দেই-দিচ্ছি বলে সময়ক্ষেপন করে পরিষদের মালামাল বুজিয়ে না নিয়ে চলে যান। বুজিয়ে না দেয়া মালামালের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৭৫ হাজার টাকা। এছাড়াও তার বিরুদ্ধে নানা প্রকল্পের নামে বিল ভাউচার করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মোঃ ইকবাল আলম মজুমদার বলেন- আমি এক মাসেরও বেশি সময় আগে প্রশসিনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে বরিশাল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোন সুরাহা পাইনি। আমরা দায়িত্ব নেয়ার পর এ সকল মালামাল বুঝে পাইনি।
এ বিষয়ে মোঃ মিজানুর রহমানের মুঠোফোনে কল দিলে তিনি বলেন- আমি ওখান থেকে চলে আসছি ৬ আগে বলেই কল কেটে দেন। এরপর তার মুঠোফোনে একাধিবার কল করলেও তিনি তা রিসিভ করেন নি।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০৬