• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল দিনের বেলায় লাখ টাকার গাছ লুটের অভিযোগ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪, ১৮:৫৯ অপরাহ্ণ
বরিশাল দিনের বেলায় লাখ টাকার গাছ লুটের অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত সংবাদ ডেস্ক ::বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড পান বাড়িয়া গ্রামের জব্বার বেপারী লক্ষাধীক টাকার গাছ লুটের অভিযোগ পাওয়া গেছে

গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টা সময় চুরামন গ্রাম বাবুল সিকদারের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

গাছের বেপারী জব্বার বলেন,আমি কয়েক দিন আগে ইসমাইল সিকদারের কাছ থেকে প্রায় দেড় লক্ষাধীক টাকার গাছ কিনেছি।

দীর্ঘদিন ধরে শ্রমিকদের নিয়ে গাছ কেটে ট্রলার যোগে স্বরুপকাঠী বিক্রয়ের জন্য নেওয়ার পথে চুরামন গ্রামের বাবুল সিকদার বাড়ির সামনে বসে আমার লক্ষাধীক টাকার গাছ লুট করে নিয়ে যায়।

আমি বিষয়টি শুনে ঘটনা স্থানে আসলে আমাকে মনির কাজি,রহিম কাজি,বাবুল কাজি, মিন্টু কাজি,মিজানুর কাজিসহ অজ্ঞাত ৫/৭ জন সন্ত্রাসীরা হামলা চালায়।

এসময় তার ডাক চিৎকার শুনে ঘটনা স্থানে ছুটে আসেন বারেক মোল্লা,লিটন কবিরাজ,বারেক কবিরাজ, ওহাব সিকদার, সেলিম বাবুর্চি,তারা বলেন আমরা জব্বারের ডাক চিৎকার শুনে আসি তখন দেখি, মনির কাজি,, রহিম কাজি,বাবুল কাজি, মিন্টু কাজি, মিজানুর কাজিসহ অনেক লোকজন মিলে জব্বারকে মারধর করে ট্রলার আটকিয়ে গাছ নিয়া চলে যায়।

৬ নং ওয়ার্ডের গ্রাম রক্ষা পুলিশ সেলিম হাওলাদার বলেন, আমি এখান থেকে যাওয়ার সময় দেখি জব্বার বেপারীর ট্রলার গাছ নিয়ে স্বরূপকাঠি যাচ্ছে। এসময় মনির কাজি,বাবুল কাজি,মিন্টু কাজি,মিজানুর কাজি,রহিম কাজি, সেলিম হাওলাদার, মিলে ট্রলার আটকিয়ে ১০-১৫ টি গাছ নিয়া গেছে।

৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওহাব সিকদার বলেন,আমার ভাই ইসমাইল সিকদার অসুস্থ,তার চিকিৎসার জন্য জব্বার বেপারী’র কাছে বেশকিছু গাছ বিক্রি করা হয়েছে। গতকাল স্থানীয় কিছু সন্ত্রাসীরা আমার ভাইকে মারধর করে চাঁদা দাবি করে বেশকিছু গাছ লুট করে নিয়ে যায়।

এবিষয় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নুরে আলম বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে যদি কেউ অভিযোগ করেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।