আমরা নতুনভাবে সবকিছু শুরু করতে চাই: নবাগত বিএমপি কমিশনার শফিকুল ইসলাম!
আলোকিত সংবাদ ডেস্ক :: আমরা নতুনভাবে সবকিছু শুরু করতে চাই,আপনাদের নিকট থেকে ইতিবাচক সহায়তা চাই,এমন আহবান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে নবাগত বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম সাথে বরিশালের বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপনাদের সকল গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ আমরা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সাংবাদিকগণ সামগ্রিক আইনশৃঙ্খলা সহ সংশ্লিষ্ট সকল বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এ্যান্ড লজিস্টিকস) মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) রুনা লায়লাসহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

এছাড়াও বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম, জাকির হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ব্যুরো প্রধান মোঃ মুরাদ আহম্মেদ, এটিএন বাংলার বরিশাল ব্যুরো প্রধান মোঃ হুমায়ুন কবির, সময় টিভি ব্যুরো প্রধান অপুর্ব অপু, দ্যা ডেইলী স্টারের ব্যুরো প্রধান সুশান্ত দাস, মা’ই টিভি মোঃ পারভেজ রাসেলসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৭৭