নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল জেলার উজিরপুরে বাংলাদেশ জিয়ামঞ্চ দল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১মার্চ) উজিরপুর বিএন খান ডিগ্রী কলেজ হলরুমে উজিরপুর উপজেলা জিয়ামঞ্চ দলের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান লিখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন হাওলাদার।
উপস্থিত ছিলেন উপজেলা জিয়ামঞ্চের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া সরদার, পৌর জিয়ামঞ্চের সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক সোহাগ ফকির, ওটরা ইউনিয়ন জিয়ামঞ্চের আহাবায়ক রিয়াজ গাজীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী। ইফতারের পূর্বক্ষনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি মোঃ মনিরুজ্জামান লিখন বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮৭