• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪, ২০:১২ অপরাহ্ণ
নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

আলোকিত সংবাদ ডেস্ক :: সড়ক সংস্কারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

রোববার (২৯ সেপ্টেম্বর ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে সমাজসেবক এফ.এইচ রিভান, বালি তাইফুর রহমান তূর্য, ব্যবসায়ি মনির হোসেন, আকশ তালুকদার, স্বেচ্ছাসেবী খালিদ সাইফুল্লাহ, ইমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশ কয়েকটি সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পথচারীসহ এলাকার মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলে সড়কে ভোগান্তি বেড়ে যায়। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না।

সড়কগুলো সংস্কারের জন্য পৌরসভা থেকে অর্থ বরাদ্দ করা হলেও আংশিক কাজ করে লাপাত্তা হয়ে গেছেন ঠিকাদার। কয়েকজন ঠিকাদার পৌরসভার অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় কাজ শেষ না করে বিল উত্তোলন করে নিয়েছেন।

নিয়মিত পৌরকর দেয়ার পরও বছরের পর বছর এমন দুর্ভোগে পৌরবাসী চরম বিক্ষুব্ধ। দ্রুত সড়কগুলো সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করা হবে।