• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে ১৫ বছরেও ভাঙতে পারেনি ফ্যাসিষ্ট সরকার: আলতাফ হোসেন চৌধুরী

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ২২:১৪ অপরাহ্ণ
বিএনপিকে ১৫ বছরেও ভাঙতে পারেনি ফ্যাসিষ্ট সরকার: আলতাফ হোসেন চৌধুরী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সোমবার দুমকি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ১৫ বছর ধরে অত্যাচার চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি ফ্যাসিষ্ট সরকার। সর্বশেষ নির্বাচনের সময়েও বিএনপির ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে বিভিন্ন প্রলোভন দেয়া হয়েছিল। কিন্তু দলের প্রতি আনুগত্যের কারনে বিএনপির নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, দল এখন পাথরের মত শক্ত কেয়ামত পর্যন্ত চেষ্টা চালিয়েও কেউ বিএনপিকে ভাঙতে পারবেনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংস্কার করে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে দুমকি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, নয়াদিল্লির প্রেসক্রিপশনে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি করে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। গোয়েন্দা বাহিনী ইতিমধ্যে তাদের শনাক্ত করেছে। আমাদের ভারতের সঙ্গে কোন শত্রুতা নেই, আমাদের শত্রুতা মোদী সরকারের বিরুদ্ধে। তারা বাংলাদেশকে ভাঙতে চায়। তারা দেশের বিভিন্ন অঞ্চল দখল করে স্বাধীন বঙ্গভূমি গঠন করতে চায়। বাংলাদেশ মুসলমানের দেশ। কেউ যদি এ দেশের ক্ষতি করতে চায় তা মেনে নেয়া হবেনা। দেশের জনসাধারণের মধ্যে মিশে ‘র’ এর এজেন্ট, ইসকন এবং ফ্যাসিষ্টের দোসররা এসব সন্ত্রাসী কার্যক্রম বাস্তবায়ন করছে। সবাই তাদের থেকে সাবধান থাকবেন।

দুমকী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপির সদস্য মো. মাকসুদ আহমেদ বাইজিদ পান্না,দুমকী উপজেলার জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম হাওলাদার জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে অন্তত ১০ হাজার মুসল্লি অংশগ্রহন করেন। দীর্ঘদিন পর এমন সুন্দর পরিবেশে একটি ইফতার মাহফিলে মিলিত হতে পেরে উচ্ছ্বাসিত হয়েছেন দলের নেতাকর্মীরা।