• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাসে ধর্ষণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিনজন গ্রেপ্তার,

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০০:০৮ পূর্বাহ্ণ
বাসে ধর্ষণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিনজন গ্রেপ্তার,
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তারা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের শহিদুল ইসলাম ওরফে মহিদুল মুহিত (২৯), শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. সবুজ (৩০) ও ঢাকার সাভারের টান গেন্ডা এলাকার শরীফুজ্জামান ওরফে শরীফ (২৮) ।

এদের মধ্যে শহিদুল ইসলাম ওরফে মহিদুলের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় একটি ও ঢাকার সাভার মডেল থানায় একটি বাস ডাকাতি মামলাসহ মোট পাঁচটি মামলা আছে। শনিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় সাভাবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

 

মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। সাংবাদিককের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাসে নারী যাত্রীদের ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তিনি আরও বলেন, ঘটনাটি বিভিন্ন জেলাব্যাপী বিস্তৃত থাকায় কার্যক্রম পরিচালনা চ্যালেঞ্জিং ছিল। তার পরও আমরা অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।