• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের মধ্যে বিরোধ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: ঝালকাঠি জেলা প্রশাসক

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১৯:১২ অপরাহ্ণ
সাংবাদিকদের মধ্যে বিরোধ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: ঝালকাঠি জেলা প্রশাসক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক,ঝালকাঠি ::: সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু সাংবাদিকদের নিজেদের মধ্যে বিরোধ রয়েছে। বিরোধ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মেধাবী সাংবাদিকদের বৈষম্য নিরসনে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের না জেনে বুঝে রিপোর্ট করা উচিত নয়। তাদেরকে অনেক লেখাপড়া জ্ঞানের জায়গা ডেভলপ করতে হবে এবং সঠিক তথ্য উপস্থাপন করা উচিত। নৈতিক ও চরিত্রবান সাংবাদিকরা দেশ ও জাতির কল্যানে ভুমিকা রাখতে পারেন। সমাজ ও আশে পাশের মানুষের কাছে নৈতিকতা বিস্তার করে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা যায়।

বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ‌‌‘বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভুমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান মোছা: আফরোজা নাইচ রিমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহিতুল ইসলাম। মতবিনিময় সবা সঞ্চালনা করেন বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপরিচালক আহসান কবীর।

এসময় অন্যান্যের বক্তব্য রাখেন নবাগত জেলা তথ্য অফিসার লেলিন বালা, বিদায়ী তথ্য অফিসার মৃদুল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাজি খালিল, সাধারণ সম্পাদক মো: আক্কাস সিকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর তালুকদার, সাধারণ সম্পাদক মো: শফিউল আজম টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংবাদিক আল আমিন, অলোক সাহা প্রমুখ।