• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী নবারুন ক্লাবের কমিটি গঠন : আহবায়ক কাজী মিরাজ-সদস্য সচিব আলমগীর

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ০০:২২ পূর্বাহ্ণ
ঐতিহ্যবাহী নবারুন ক্লাবের কমিটি গঠন : আহবায়ক কাজী মিরাজ-সদস্য সচিব আলমগীর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের ঐতিহ্যবাহী অক্সফোর্ড মিশন রোড নবারুন ক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সর্বসম্মতভাবে এক সভায় নতুন কমিটিতে কাজী মিরাজ মাহামুদকে আহবায়ক এবং সিকদার আলমগীরকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার দুই শতাধিক স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে উপদেষ্টা পরিষদে রয়েছেন- আলতাফ মাহমুদ সিকদার, কাজী মিজানুর রহমান, আনোয়ার হোসেন নয়ন, কবির সিকদার, ইকবাল হোসেন তাপস, জাহাঙ্গীর খান, বাচ্চু সিকদার, রফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান বাদল।

সদস্যরা হলেন- শুখরঞ্জন ঘোষ, এ্যাড. শেখ মাসুদ, গোলাম ফারুক সিকদার, কাজী সামসুল হক শাহীন, হুমায়ুন কবীর, খাইরুল কবীর কাল্টু, সালাম তালুকদার, রফিকুল ইসলাম (মামা), মাহাবুবুর রহমান রাজা, এইচএম তসলিম, শহীদুল ইসলাম তালুকদার, মশিউর রহমান মঞ্জু, আবুল কালাম আজাদ বাবুল, শহীদুল ইসলাম কালাম, শেখ লালু, মতলব মৃধা, আবদুল্লাহ আল মামুন মাহমুদ, তালাত মাহমুদ খান, জাহিদ তালুকদার, মো. মুরাদ উল্ল্যাহ, সুপ্রীয় ঘোষ, কাজী মুরাদ, সুমন সিকদার, আমির হোসেন টিটু, সান খান, মুন খান, তানজীম, রাকিব সিকদার, এনায়েত করীম দুলাল, জুয়েল সিকদার, মামুন হাওলাদার, শ্যামল চন্দ্র ঘোষ, অরুন ঘোষ, আবদুর রহিম, মো. কচি, সগির হোসাইন, তায়েব খান, সৈয়দ নিপু, অলি আহম্মেদ মৃধা, আল আমিন মৃধা, কাজী নাভিদ নাসিফ (রাকিন)।

আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

উল্লেখ্য- ঐতিহ্যবাহী এই ক্লাবটি ১৯৭৫ সালে গঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম অধ্যক্ষ মো: হানিফ এবং সাধারন সম্পাদক ছিলেন কাজী মিজানুর রহমান।