নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরগুনার পাথরঘাটা মডেল প্রেসক্লাবের ২০২৫ ও ২৬ সালের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে দৈনিক আমার দেশ ও মানবজমিন এর পাথরঘাটা উপজেলা প্রতিনিধি জাকির হোসেন খান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবর ও আলোকিত প্রতিদিনের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি মোঃ জিয়াউল ইসলাম।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল চারটার দিকে পাথরঘাটা মডেল প্রেসক্লাবের তিন সদস্যের নির্বাচন কর্মকর্তা দ্বায়িত্ব পালন করেন। এবং তাদের অধীনে নির্বাচন সম্পন্ন হয়।
পরে বিকাল সাড়ে ৫ টায় নির্বাচন শেষ হলে প্রধান নির্বাচন কর্মকর্তা ইসমাইল শিকদার এসমে অপর দুই নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ফাহিম ও মাসুম বিল্লাহ কে সাথে নিয়ে ফলাফল ঘোষণা করেন।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ জন।তারা হলেন, সহ-সভাপতি দৈনিক আলোর দিগন্ত পাথরঘাটা প্রতিনিধি, ইসমাইল সিকদার এসমে,
যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক দেশ প্রতিদিন পাথরঘাটা প্রতিনিধি ফাহিম মাহমুদ, অর্থ সম্পাদক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি মল্লিক মোঃ ইলিয়াস বুলবুল সোহেল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দৈনিক মুক্তির লড়াই জেলা প্রতিনিধি আঃ রাজ্জাক, দপ্তর সম্পাদক পদে দৈনিক মুক্তির লড়াই উপজেলা প্রতিনিধি মোঃ রিপন হোসেন, প্রশিক্ষণ তথ্য ও গবেষণা সম্পাদক পদে দৈনিক শিক্ষা পাথরঘাটা প্রতিনিধি রাসেল খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান কবির ও কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক আলোর দিগন্ত জেলা প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ নির্বাচিত হন। আগামী দুই বছরের জন্য এ কার্যকারী কমিটি ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।
অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক এশিয়াবানী’র পাথরঘাটা (উপজেলা প্রতিনিধি) জিয়াউর রহমান ফাহিম, দৈনিক সোনালী কন্ঠ’র উপজেলা প্রতিনিধি নিয়াজ মোর্শেদ, বরিশাল টাইমস স্টাফ রিপোর্টার মোঃ সাইদুল ইসলাম, দৈনিক মুক্ত খবর উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান, ক্রাইম রিপোর্ট বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সোহেল, দৈনিক রুপসী বাংলার উপজেলা প্রতিনিধি রেজাউল ইসলাম ও দৈনিক ক্রাইম রিপোর্টার এর উপজেলা প্রতিনিধি মোঃ আলাইউদ্দিন রায়হান।
সভাপতি জাকির হোসেন খান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক দেশের চতুর্থ স্তম্ভ। সাধারণ জনগণ তাদের ওপর অনেক কিছু আশা করে। সমাজের অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের জীবন কাহিনী, সমাজের দুর্ভোগ, দুর্নীতি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদে অনেক কিছু পরিবর্তন হয়।
একজন প্রতিনিধির সামাজিক কাজ করতে সুবিধা হয় একজন সাংবাদিকের লেখনীর মাধ্যমে। সাংবাদিকের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে একটা জাতির পরিবর্তন হয়। পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এ প্রত্যাশা সবার।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯৭