• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছারছীনা দরবার শরীফে ৩ দিনব্যাপী ১৩৪তম বার্ষিক মাহফিল শুরু শুক্রবার

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ২০:২৩ অপরাহ্ণ
ছারছীনা দরবার শরীফে ৩ দিনব্যাপী ১৩৪তম বার্ষিক মাহফিল শুরু শুক্রবার
সংবাদটি শেয়ার করুন....

ছারছীনা থেকে মোঃ আবদুর রহমান : শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দেদে যামান, কুতবুল আলম শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ঈছালে ছাওয়াব ও ১৩৪ তম তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর, রোজ- শুক্র, শনি ও রবিবার অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ২৮ নভেম্বর বাদ মাগরীব তিনদিনব্যাপী মাহফিলের ইফতেতাহ তথা শুরু হয়ে রবিবার বাদ জোহর হযরত পীর ছাহেব কেবলার আখেরী মুনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিল শেষ হবে।

মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম ও নসীহত প্রদান করবেন। এছাড়াও দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করবেন।

ইতোমধ্যে আগত মেহমানদের সার্বিক নিরাপত্তা বিধান, সুচিকিৎসার ব্যবস্থা, গাড়ি পার্কিং, সুপেয় পানি সহ মাহফিলের পূর্ববর্তি প্রায় সকল ধরণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারী।

এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল তেকে মাহফিলে শরীক হওয়ার জন্য লঞ্চ, বাস, ট্রাক, লঞ্চ, ট্রলার রিজার্ভ করে হাজার হাজার ভক্ত-মুরীদানসহ মুসলমানগণ মাহফিলে আসার প্রস্তুতি নিচ্ছেন।