• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার – ১

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ২১:১১ অপরাহ্ণ
নগরীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার – ১
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত সংবাদ ডেস্ক:::বরিশাল নগরীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বুধবার নগরীর রূপাতলী এলাকা থেকে ইমরান আলী শোভন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানার পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে নগরীর নতুন হাউজিং এলাকায় বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়।

কিশোরী নগরীর ২৬  নম্বর ওয়ার্ডের টিয়াখালী এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাত ৮টার দিকে বন্ধুর সঙ্গে ২৫ নম্বর ওয়ার্ডের নতুন হাউজিং এলাকায় ঘুরতে বের হয়। পরে রাত ১১টার দিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, ভুক্তভোগী কিশোরী মঙ্গলবার রাতে ইমরানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ / ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।