নিজস্ব প্রতিবেদক:বরিশাল মেট্রোপলিটন (বিএমপি)’র এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা।
আজ সোমবার (৪ নভেম্বর সকাল দশ টায় এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন করেন।
তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে এ সংক্রান্তে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বই এ নোট করেন।

এ ছাড়াও বিভিন্ন মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার,চুরি,দস্যুতা,ইভটিজিং,জঙ্গীবাদ, সাইবার ক্রাইম,কিশাের অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু সহ থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) এম আর শওকত আনোয়ার ইসলাম,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো: জাকির সিকদার সহ অন্যান্য অফিসার-ফোর্সের সদস্যবৃন্দরা তাকে ফুলেল শুভেচছা জানান।
সংবাদটি পঠিত হয়েছেঃ ২৯৯