নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে বসতঘরে অভিযান চালিয়ে ২শ’ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই তানজিল।
আটক মোসা. ফাতেমা আক্তার বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন রায়পাশা কড়াপুর ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের স্ত্রী।
এসআই তানজিল জানান, বরিশাল মেট্রোপলিটনের (গোয়েন্দা) শাখার চৌকশ পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেনের নেতৃত্বে বুধবার দিবাগত মধ্যরাতে মোসাঃ ফাতেমা আক্তারের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক নারীর হেফাজত হতে ২শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ঘটনা স্থান থেকে নারী মাদক ব্যবসায়িকে আটক করতে সক্ষম হয়ছে।
তবে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কেনাবেচার সাথে সম্পৃক্ত অপর দুজন পালিয়ে যায়। যার মধ্যে মোসাঃ ফাতেমা আক্তারের স্বামী মোঃ ফারুক হাওলাদার ওরফে মাহাবুব হোসেন এবং তাদের সহযোগী মোঃ নুরুজ্জামান খান ওরফে শাকিল খান ওরফে সেন্টু ব্যাপারী রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন (গোয়েন্দা) শাখার চৌকশ পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেনের বলেন। এ ঘটনায় আটক ফাতেমা আক্তার ও পলাতক স্বামী মোঃ ফারুক হাওলাদার ওরফে মাহাবুব হোসেন এবং তার সহযোগী মোঃ নুরুজ্জামান খান ওরফে শাকিল খান ওরফে সেন্টু ব্যাপারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৫৪