উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুরে সন্ধ্যা নদী থেকে বিপুল পরিমাণ জাল ও মাছ জব্দ করলেন এসিল্যান্ড।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৫ টার দিকে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খানের নেতৃত্বে মা-ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, উজিরপুর মডেল থানা পুলিশ।
এ সময় ৮ হাজার মিটার অবৈধ জাল ও ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এদিকে অসাধু জেলেরা পালিয়ে যায়। জব্দকৃত ইলিশ মাছ মুসলিম পাড়া মাদ্রাসায় এতিমদের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।
এব্যাপারে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান জানান,মা-ইলিশ নিধন রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯৩