• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণের আভিযোগ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৪, ১৬:২১ অপরাহ্ণ
আমতলীতে বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণের আভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

আমতলী প্রতিনিধি ::: বরগুনার আমতলীতে সরকারী সৈলা গাছ কেটে দোকান ঘর নির্মাণের আভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে- বুধবার সকাল ১০ টার সময় আমতলী সদর ইউনিয়নের বান্দ্রা বাজারের কাঞ্চন হাওলাদারের ছেলে ঝন্টু হাওলাদার দোকান ঘড় নির্মাণের জন্য ৩ টি সরকারী বন বিভাগের সৈলা গাছ কেটে ফেলেছে। তাছাড়া দোকান নির্মানের জন্য হাই ওয়ের ০৪ টি পিলার ভেঙে ফেলেছে। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ঝন্টু হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি জানান- আামি গাছ কাটিনি, জমির মালিক খলিল মুসুল্লি ও তার ভাইয়ের ছেলে নাসির ও বাইজিদ ২ টি সৈলা গাছ কেটেছে।