• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ নিধন করায় জেলের ২০ দিনের কারাদণ্ড

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৪, ১৬:১২ অপরাহ্ণ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ নিধন করায় জেলের ২০ দিনের কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ নিধনের জন্য অবৈধ জাল ব্যবহার করায় অসাধু জেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর পৌনে ৫ টায় মা-ইলিশ রক্ষা অভিযানে উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মক্কা ব্রীক ফিল্ডের সামনে হাতেনাতে এক অসাধু মৎস্য ব্যবসায়ীকে ৫ হাজার মিটার অবৈধ জালসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত জেলে মোঃ মনিরুজ্জামান(৪৮) উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব মুন্ডপাশা গ্রামের বাসিন্দা।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানা পুলিশ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, অভিযুক্ত জেলেকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত ৫ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, মা-ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।